Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গোলখালী ইউনিয়ন
বিস্তারিত

বাঁশ ও বোত থেকে বিভিন্ন ধরণের পণ্য তৈরি করা হয়ে থাকে। বাঁশ ও বোত দিয়ে যেমন সংসারের প্রয়োজনীয় পণ্যসামগ্রী উৎপাদন করা যেতে পারে তেমনি সৌখিন বা ঘর সাজানোর পণ্যও তৈরি করা যেতে পারে। কাঠ ও বেতের পাশাপাশি প্রাচীনকাল থেকেই আমাদের দেশে বাঁশ ও বেতের তৈরি পণ্যের ব্যবহার হয়ে আসছে। বাঁশ ও বেত দিয়ে সাংসারিক এবং সৌখিন বিভিন্ন পণ্যসামগ্রী তৈরি করাকে বাঁশ শিল্প বলা হয়। একমাত্র মাকলা বাঁশ দিয়েই এসব পণ্যসামগ্রী তৈরি করা সম্ভব।

আমাদের দেশে গ্রামে বা শহরে উভয় জায়গাতেই বাঁশ ও বেতের তৈরি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। গোলখালী ইউনিয়নে একটি হিন্দু মহল্লা আছে যারা বাঁশ বেত দিয়ে ঝুড়ি, টুকরী, চালুনী, পলো ইত্যাদি তৈরি করে এ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে এক দিকে যেমন জীবিকা নির্বাহ করে অন্য দিকে এ সব পন্য বিক্রি করে প্রচুর পরিমানে মুনাফা অর্জন করেন।