বিসমিল্লাহির রহমানির রহিম
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
গোলখালী ইউনিয়ন সমাজ কল্যান সমিতি
ডাকঘরঃ গোলখালী,উপজেলাঃ গলাচিপা,জেলাঃ পটুয়াখালী।
লক্ষ্য ও উদ্দেশ্যঃসমাজ উন্নয়ন।
vসমাজ উন্নয়নের বিভিন্ন ধাপঃ-
· ০১। দরিদ্র মানুষের খাদ্যের সহায়তা করা।
· ০২। দরিদ্র মানুষের বস্ত্রের সহায়তা করা।
· ০৩। দরিদ্র মানুষের শিক্ষার সহায়তা করা।
· ০৪। দরিদ্র মানুষের চিকিৎসার সহায়তা করা।
· ০৫। দরিদ্র মানুষের বাসস্থানের সহায়তা করা।
এছাড়াও দরিদ্র মানুষের সঠিক বিচারে ও বিবাহের সহায়তা করা সহ মানুষের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সহায়তায় এগিয়ে আসা।
নীতি মালা
০১। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বিরোধী কোন কার্যকলাপে কোন সদস্য অংশ গ্রহন করিলে এবং তাহা প্রমানিত হলে সমিতির
নিয়ম অনুযায়ী তার সদস্য পদ বাতিল হবে।
০২। লক্ষ্য ও উদ্দেশ্যর উপর ভিত্তি করে কোন একক ব্যক্তি কোন কাজে সিন্ধান্ত গ্রহন করিতে পারিবে না, করিলে
এবং তাহা প্রমানিত হইলে সমিতির নিয়ম অনুযায়ী সদস্য পদ বাতিল হবে।
০৩। ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সংখ্যা গরিষ্ঠ সদস্যদের দ্বারা যে কোন সিন্ধান্ত গৃহীত হইবে।
০৪। প্রতিবার নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হইবে।
০৫ । কোন অসামাজিক কাজে লিপ্ত হয়ে সমিতির প্রভাব দেখালে এবং তাহা প্রমানিত হলে সমিতির নিয়ম অনুযায়ী সদস্য পদ
বাতিল হবে ।
০৬। কোন সদস্যের সদস্য পদ বাতিল করিতে হইলে কমিটির রেজুলেশনের মাধ্যমে বাতিল করিতে হইবে।
০৭। নির্বাহী কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হবে, এবং তাহার মেয়াদ ১(এক) বছর ।
০৮। সমিতির মোট সদস্যের তিনের দুই অংশের দ্বারা নির্বাহী কমিটি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি
উপদেষ্টা কমিটি গঠন করা হবে।
০৯। কোন সদস্যের সদস্য পদ বাতিলের পূর্বে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
১০। নির্বাহী কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সমিতির সকল সদস্যদের নিয়ে সভার আয়োজন করবে।
১১। নির্বাহী কমিটির সভাপতি, সাধারন সম্পাদক এবং কোষাদক্ষেরম মাধ্যমে নির্বহী কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায়
সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রতি সভায় সদস্যদের দেখাতে বাধ্য থাকিবে।
১২। সমিতির যাবতীয় কাগজ পত্র সাধারন সম্পাদকের হেফাজতে থাকিবে, এবং তার সাথে সহ সাধারন সম্পাদক সহযোগিতা
করিতে বাধ্য থাকিবে।
১৩। কাগজ পত্র সংক্রান্ত কোন রকমের সমস্যা দেখা দিলে তার জন্য সাধারন সম্পাদক ও সহ সাধারন সম্পাদক দায়ী
থাকিবে।
১৪। কোষাদক্ষের নিকট সমিতির টাকা সংরক্ষিত থাকিবে এবং সহ কোষাদক্ষ তাহার সহযোগিতা করিবে।
১৫। অর্থ সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলে কোষাদক্ষ ও সহ কোষাদক্ষ দ্বায়ী থাকিবে।
১৬। সভাপতি প্রতিমাসে কমপক্ষে একবার সভা আয়োজনের জন্য সাধারন সম্পাদককে নির্দেশ প্রদান করিবে।
১৭। সভাপতির অনুপস্থিতিতে সিঃ সহ সভাপতি ও সিঃ সহ সভাপতির অনুপস্থিতিতে সহ সভাপতি, সভাপতির দ্বায়িত্ব পালন
করিবে।
১৮। নির্বাহী কমিটির অন্য চার জন সম্মানিত সদস্য বৃন্দ নির্বাহী কমিটির সকল কার্যক্রমে সহযোগিতা করিবে।
১৯। সমিতির প্রয়োজনে যে কোন সময় জরুরী সভা আয়োজন করিতে পারিবে।
২০। সমিতির যে কোন সমস্যার জন্য সভাপতি দ্বায়ী থাকিবে।
২১। নীতিমালাটি পরিবর্তন যোগ্য, তবে মোট সদস্যের তিনের দুই অংশের দ্বারা তাহা গৃহীত হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস