বিস্তারিত
৭ মার্চ... ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে এই নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
শেখ মুজিবুর রহমান ৭ মার্চ মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। শুরু করলেন ১৯ মিনিটের তাঁর জীবনের শ্রেষ্ঠতম, ঐতিহাসিক ভাষণ। তিনি খুব সাবলীল ভঙ্গিতে তার বক্তৃতা শুরু করেন। শেখ মুজিবুর রহমান বলেন, "আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে......"
আমরা কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদন করছি আপনার প্রতি...