Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোলখালী ইউনিয়ন

 

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পটুয়াখালী জেলার গলাচিপা উজেলার গোলখালী ইউনিয়ন অত্র জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি সদর উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ এবং সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে। 

01.             উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব: সড়ক পথ: ৫ কি: মি:

02.            আয়তন : ৩.৫৪৫ বর্গ কি: মি:

03.            সীমানা: উত্তরে আমখোলা ইউনিয়ন, পূর্বে রামনাবাদ নদী , দক্ষিণে চন্দ্রদীপ, পশ্চিমে বড়গুনা জেলার আমতলী উপজেলার আঠার গছিয়া ইউনয়র ও গাজীপুর বন্ধর।

04.             চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নং: মো: নাসির উদ্দিন, ০১৭৫৭৭৭৩১১

05.            ইউপি সচিবের নাম ও মোবাইল নং- মোঃ রমিজ উদ্দিন, ০১৭16004856

06.            মৌজার সংখ্যা ও নাম: .....টি- গোলখালী, পূর্ব গোলখালী, কালির চর, বড়গাবুয়া,ছোট গাবুয়া,সুহরী, কিসমত হরিদেবপুর।

07.   গ্রামের সংখ্যা ও নাম: ১৬টি- কিসমত হরিদেপপুর, চর হরিদেপপুর,সুহরী ১ম খন্ড,সুহরী নীচ চর,সুহরী ২য় খন্ড,বদর পুর,ছোট গাবুয়া,বড় গাবুয়া,পূর্ব                 

            গোলখালী,কালির চর,গোলখালী,বলইবুনিয়া,নলুয়াবাগী,বাদুরা,বাদুরা নুতান চর,ভাদাই চর

08.            মোট জনসংখ্যা- 60000 জন, পুরুষ- 32000, মহিলা-28000 (২০22 সালের আদম শুমারী অনুযায়ী)

09.             মোট ভোটার সংখ্যা-35000জন।

10.             মোট জমির পরিমান (একরে): মোট- ১০২৯ একর, এক ফসলী- ২৩৬৫ একর, দুফসলী- ১৬৫০ একর

11.              নলকূপের সংখ্যা: গভীর- 820 টি, অগভীর- 60টি

12.             শিক্ষার হার- 70.৯৮%

13.            প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- ২৬টি।

14.              নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- নাই

15.             মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ৫টি

16.             কলেজের সংখ্যা- ০১ টি ,সরকারি- নাই, বেসরকারি- নাই

17.             মাদ্রাসার সংখ্যা- আলিয়া- নাই, কওমী- নাই, দাখিল-৫টি

18.             ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ- ১১৮টি, মন্দির- ৫টি, প্যাগোডা- নাই

19.             রাস্তা/সড়কের পরিমান(কিমি)- পাকা- ৩০ কিমি, এইচবিবি- ৩০কিমি, কাচা- ৭০ কিমি

20.            মোট খানার সংখ্যা- ১২০০০টি

21.             হাটবাজারের সংখ্যা- ১০টি

22.            সাইক্লোন শেল্টারের সংখ্যা- ২৫টি

23.           আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা- ............

24.             জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জানুয়ারি’১২ পর্যন্ত)- ১৭,৭৯২ জন, ৯৩.৯০%

25.            স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার (জুন/০৯ পর্যন্ত)-  ..............টি,

26.            সক্ষম দম্পতির সংখ্যা- ৫০২৫

27.            পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা শতকরা হার- ২৭১২, ৭১.৪২%

28.            ব্যাংকের সংখ্যা- নাই।